শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৪:৫৬

বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় নায়িকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় নায়িকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

বিনোদন ডেস্ক : প্রেম করেছেন অনেকদিন। দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতিও। কিন্তু বর্তমানে সে প্রতিশ্রুতি রক্ষা করছেন না ভারতের দক্ষিণী ছবির প্রথম সারির নায়িকা মেঘনা রাজ।

এমন অভিযোগ এনে মেঘনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন তারই প্রেমিক বেঙ্গালুরুর জনার্দন নামে এক ব্যবসায়ী। ব্যবসায়ীর অভিযোগ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করচেন না মেঘনা।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে একটি ই-মেল মারফত জনার্দন জানিয়েছেন, মেঘনা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতি সংক্রান্ত বেশ কিছু নথি ও প্রমাণ তিনি লোপাট করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মেঘনা অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে