বিনোদন ডেস্ক : সাড়ে তিন বছর জেল খানাতে থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। এখানে থেকেই তিনি বুঝতে শিখেছেন মানুষের কাছে অর্থের মূল্য কতটা?
জানা গেছে প্রতিমাসে হাত খরচার জন্য জেল কর্তৃপক্ষের কাছ থেকে ২ হাজার টাকা পেতেন তিনি। সেই বেতন থেকে ২০ টাকা সরিয়েও রাখতেন। তবে হঠাৎ করে প্রয়োজন পড়লে সেই টাকায় হাত পড়ত। বৃহস্পতিবার পুনের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পর একথা জানালেন সঞ্জয় দত্ত।
শুধু তাই নয়, জেলখানায় এই ক'বছরে তিনি হয়ে উঠেছেন একজন কবিও। সাজন ছবিতে শায়ারের (কবি) ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। জেলে থাকাকালীন বাস্তবেও তিনি শায়ার হয়ে উঠেছিলেন। দুই কয়েদি সমীর ও জীশানের থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন৷ জানালেন, "ওদের কবিতা বেশ ভাল লাগত৷ ওদের সঙ্গে আমিও শায়েরি লিখতে শুরু করি৷ জেলে বসে ৫০০টা শায়েরি লিখে ফেলেছি৷ সেগুলোকে ছাপিয়ে একটা বই প্রকাশ করব।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন