বিনোদন ডেস্ক : নানা ঘটনায় শিরোনামে আলোচিত অভিনেত্রী সানি লিওন। তবে এবার অন্য এক বিষয়ে। আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
লিগ থেকে দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছে এ দলটিকে। চেন্নাই সুপার কিংসের হয়ে অনেকবারই ‘হুইসেল পোড়ু’তে হুইসেল বাজিয়েছেন ধোনি। দল নেই বলেই হুইসেল বন্ধ। তবে ধোনির ঠোঁটে না বাজলেও এবার সেই হুইসেল বাজবে সানি লিওনের ঠোঁটে।
জানা গেছে, ধোনির চেন্নাই সুপার কিংসের থিম সংটি ব্যবহার করবেন সানি লিওন। একতা কাপুরের বক্স ক্রিকেট লিগে দল নিয়েছেন তিনি। তার দলের নাম চেন্নাই সোয়েগার। নামের সঙ্গে যেহেতু চেন্নাই আছে তাই দলের প্রচারণার জন্য ‘হুইসেল পোড়ু’ ব্যবহার করবেন সানি।
সানি বলেন, হুইসেল সব সময়ই আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত। দল যতবার চার ও ছক্কা মারবে এবং উইকেট নেবে ততবারই হুইসেল বাজানো হবে।
সানির ঘনিষ্ঠ একজন বলেন, হুইসেল পোড়ু ট্র্যাডিশনটি সানির চেন্নাই সোয়েগারের মাধ্যমে চলতে থাকবে। দর্শকদের মাঝে বাঁশি বিতরণ করবেন সানি। মাঝে মধ্যে তিনি নিজেও বাঁশি বাজাবেন।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম