বিনোদন ডেস্ক : লাদেনের কথা নিশ্চিই এখনো মনে আছে সবার। এত সহজে ভোলার কথা নয়। পুরো নাম ওসামা বিন লাদেন! ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন সৈন্য যাকে মেরে ফেলেছে বলে দাবি করছে আমেরিকা। সেই লাদেনের কি সত্যিই মৃত্যু হয়েছে? এই প্রশ্নই ফিরে এলো অভিষেক শর্মা পরিচালিত কমেডি ছবি ‘তেরে বিন লাদেন— ডেড অর অ্যালাইভ’-এ।
ছবিতে প্রদ্যুম্ন সিংহকে দেখলে সত্যিই লাদেনের মত মনে হতে পারে। তাকে দেখলে আপনার মনেই হবেনা যে লাদেন মারা গেছেন নাকি এখনো বেঁচে আছেন! আজ থেকে ছয় বছর আগে এই সিরিজের প্রথম কমেডি ছবি ‘তেরে বিন লাদেন’ মুক্তি পায়। অন্য রকমের কমেডি ছবি হিসেবে ফিল্মটি বেশ পছন্দও হয় দর্শকদের। ওই ছবিটির সিক্যুয়াল হিসেবে ‘তেরে বিন লাদেন— ডেড অর অ্যালাইভ’ ছবিটি নিয়ে মানুষের বেশ প্রত্যাশা রয়েছে।
ছবিতে লাদেনের ভূমিকায় প্রদ্যুম্ন সিংহ যেন একেবারে ওসামা বিন লাদেনের ফটোকপি মনে হবে! এ ছাড়াও এই ছবিতে রয়েছেন মনিশ পাল, যিনি মূলত টিভি অ্যাঙ্কর, অনুপম খের-এর ছেলে সিকান্দর খের, পীযুষ মিশ্রর মত অভিনেতারা। আজ, ২৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে অভিষেক শর্মার এই ছবিটি। দেশটির অসংখ্য মানুষ সিনেমা হলে ভিড় জমাচ্ছেন লাদেনের খোঁজে!
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই