শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৪:৩০

ভিডিও বার্তায় মাশরাফিদের যা বললেন মোশাররফ করিম

ভিডিও বার্তায় মাশরাফিদের যা বললেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটক এবং সিনেমা পাড়ার বর্তমান সময়ের জনপ্রিয় অভেনেতা মোশাররফ করিমের পছন্দ ক্রিকেট খেলা। অভিনয়ের পাশা পাশি তিনি বাংলাদেশ ক্রিকেট দলের দারুন ভক্ত। নাটকের কাজ নিয়ে তাকে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তারপরও যখনি একটু সময় পান তখনি হাজির হতে চান ক্রিকেট মাঠে। মাঠে নেমে খেলতে না পারলেও গ্যালারিতে বসে নিজের প্রিয় দলের খেলোয়াড়দের একটু উৎসাহ যোগাতে চান তিনি।

সম্প্রতি বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে এশিয়া কাপ ২০১৬। তবে এই খেলায় তিনি বাংলাদেশ টিমকে নিয়ে দারুন উৎসাহিত এবং অনেক আশাবাদি। আর সেই প্রমাণ স্বরূপ মাশরাফি বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন মোশাররফ করিম। ভিডিও বার্তায় তিনি জানান, ‘বাংলাদেশ ক্রিকেট টিমকে আমার পক্ষ থেকে আনেক অনেক শুভকামনা’।

বাংলাদেশ টিমকে শুভেচ্ছা জানানো ভিডিওটি প্রাউড বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে করা হয়েছে। সেই ভিডিও বার্তায় মোশাররফ করিমের সাথে বাংলাদেশের আরেক তরুণ অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ঈশিকাকে দেখা গিয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে