শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫২:০২

১৮ বছর পর আবার পর্দা কাঁপাবেন সেই অভিনেত্রী

১৮ বছর পর আবার পর্দা কাঁপাবেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ১৯৮৯ সালে মহেশ ভাট পরিচালিত ড্যাডি ছবি দিয়েই বড় পর্দায় তার আত্মপ্রকাশ। এর পর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। শেষ বার তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মহেশ ভাট পরিচালিত ছবি জখম-এ। এরপর হঠাত্‍‌ করেই পর্দার পিছনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পূজা ভাট। পরিচালনাও করেছেন বেশ কয়েকটি ছবি।

এবার ১৮ বছর পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন ৪৩ বছর বয়সি এই অভিনেত্রী। ছবিটির গল্পকার তার বাবা প্রবীণ পরিচালক মহেশ ভাট। তবে তিনি এই ছবি পরিচালনা করবেন না।

ছবির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে পূজা ভাট বলেন, ছবিটি আসলে ড্যাডি-র উল্টাপূরাণ। এক উচ্চাকাঙ্খী মহিলার জীবন নিয়ে তৈরি এই ছবি। শুধুমাত্র নাম ও যশের লোভে কিভাবে তিনি তার একমাত্র মেয়েকে ছেড়ে ব্যস্ত হয়ে পড়েন ক্যারিয়ার নিয়ে। একটা সময়ে ভারসাম্য হারিয়ে তিনি বিষাদগ্রস্ত এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন। তখনই তিনি বুঝতে পারেন, ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে মেয়ের প্রতি দিনের পর দিন অন্যায় করে গেছেন।

এখনও ছবিটির নাম ঠিক হয়নি। পরিচালনার দায়িত্ব কার হাতে দেয়া যায় সে বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর অপেক্ষা। তবে তার ইচ্ছা এ বছরেই এই ছবির শ্যুটিং শুরু করার। এখন অবশ্য তিনি তারা পরবর্তী ছবি জিসম ৩-এর পরিচালনা নিয়ে ব্যস্ত।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে