শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৯:৪০

ছোটবেলায় মাকে লুকিয়ে যা খেতেন কারিনা!

ছোটবেলায় মাকে লুকিয়ে যা খেতেন কারিনা!

বিনোদন ডেস্ক : বাবা-মাসহ পরিবারের বড়দের নানান বিধিনিষেধের মধ্যেই সবার শৈশবকাল কাটে। সেলিব্রিটি পরিবারও এর ব্যতিক্রম নয়। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এখন ইচ্ছে থাকলেও মিষ্টি, আইসক্রিমের মতো খাবার খেতে পারেন না। আইসক্রিম তার খুবই পছন্দের। ছোটবেলায় আইসক্রিম খেতে দেখলে মা বকা দিবে তাই লুকিয়ে আইসক্রিম খেতেন তিনি।

৩৫ বছরের নবাব বেগম জানিয়েছেন, ছোট বেলায় তার পকেটমানি ফুরিয়ে যেত আইসক্রিম কিনতে গিয়ে। কারিনা বলেছেন, যখন স্কুলে পড়তাম তখন বাড়ি ফেরার আগে আইসক্রিম কিনে খেতাম। কারণ, মা আমাকে আইসক্রিম খেতে দিত না। বাড়ি ফেরার আগে পকেটে যে টাকাপয়সা থাকত তা দিয়ে আইসক্রিম কিনতাম। লিফ্টে ওঠার আগেই তা তা তাড়াহুড়ো করেই পেটে পুরে নিতাম।

একটি আইসক্রিম ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে গিয়ে নিজের শৈশবের কথা এভাবেই জানালেন কারিনা। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর নায়িকা জানিয়েছেন, তার স্বামী সাইফ আলি খানও আইসক্রিমের অনেক ভক্ত। অনেক সময় তো সাইফকে চোখ পাকিয়ে বলতেও হয়েছে, ঢের হয়েছে-আর না।

অনেকেই মনে করেন যে, বেশি চকোলেট খেলে মোটা হয়ে যায়। কিন্তু কারিনা বলেছেন, আমার সেরকম মনে হয় না। আমাকে দেখলেই তা বুঝতে পারা যাবে। করিনা আরো বলেছেন, চকলেট মন ভালো করে দেয়। আর মাঝেমধ্যে খেলে কোনো ক্ষতি নেই। বরং তা ত্বক ও হৃদযন্ত্রের পক্ষে ভালো কাজ করে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে