বিনোদন ডেস্ক : কথা হচ্ছে ডাব্বু রতনানির 'বং ক্যালেন্ডার' নিয়ে৷ যা ১৪২২ সংখ্যা থেকে নববর্ষে টালিগঞ্জের নতুন সদস্য৷ তবে এবারে ১৮২৩ সংখ্যাতে কে-কে থাকছেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। বং ক্যালেন্ডার! মনে পড়ছে নিশ্চয়ই ২০১৫ সালে প্রথমবার বিখ্যাত আলোকচিত্রী ডাব্বু রতনানি ফ্রেমবন্দী করেছিলেন টলিউড তারকাদের৷ বলিউডে অবশ্য তার এই ক্যালেন্ডার বিখ্যাত বহু আগে থেকে৷
বলিউডে ডাব্বুর ডাকে এক কথায় ছবি তুলতে রাজি হয়ে যান শাহরুখ খান থেকে শুরু করে কাজল, আলিয়া ভাট থেকে শুরু করে কৃতি শ্যানন৷ অর্থাৎ, স্টাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন নতুনরা৷ টলিউডে আগের বছর রানা সরকার যখন উদ্যোগ নিলেন এক ক্যালেন্ডার তৈরি করার, তখন স্বাভাবিক ভাবেই জল্পনা ছিল কে কে থাকবেন সেই নববর্ষ ক্যালেন্ডারে৷ তবে শেষ পর্যন্ত প্রসেনজিৎ, দেব, জিৎ, কোয়েল মোল্লিক, স্বস্তিকা ছিলেন না৷ কিন্তু ছিলেন ঋতুপর্ণা, চিরঞ্জিৎ, আবির, পরমব্রত, যিশু, পাওলি, পায়েল, তনুশ্রীর মতো তারকারা৷
সে ক্যালেন্ডার যারা দেখেছেন, তাদের জানাই ডাব্বু রতনানির দাবি, এবার আরো বড় কিছু হবে৷ ডাব্বু বলছেন, '২০১৫ সালের প্রথমবার যখন আমরা এই কনসেপ্ট নিয়ে চিন্তা করি বাংলার জন্য, তখন এক্সপেরিমেন্ট করেছিলাম৷ তবে তখন থেকেই মাথায় ছিল পরের বছর আরো বড় করে বিষয়টা সাজানো হবে৷ আমি বলতে চাইছি এবার 'আপস্কেল' করব৷ আমি যখন কোনো ক্যালেন্ডার করি, সেটা একটা বা দু'টো বছরে থেমে থাকে না৷ তাই ক্যালেন্ডার লুক অ্যান্ড ফিলের দিক থেকে গ্রো করে৷'
ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ডাব্বু বলছেন, 'নতুন বেশ কিছু তারকাকে এবার দেখা যাবে ক্যালেন্ডারে৷ স্টাইলিং খুব আলাদা হবে আগের চেয়ে৷ আর আমার ইচ্ছে এবার কিছু শ্যুট আউটডোরে করার, যেখানে কলকাতার ছবিও উঠে আসবে৷' এবার তো দেব থাকছেন বলে শোনা যাচ্ছে? ডাব্বু বলছেন, 'হ্যাঁ, ওর সঙ্গে শ্যুট করতে ভালো লাগে৷ সম্প্রতি একটা বিজ্ঞাপনও শ্যুট করেছি আমরা৷' আর পুরো তালিকা? না, সেটা এখনই ভাঙতে চাইছেন না কেউই৷ তবে কাদের অ্যাপ্রোচ করা হচ্ছে এই ক্যালেন্ডারের জন্য সেটা টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে৷
আরো কিছু তারকাকে অ্যাপ্রোচ করার কথা ভাবা হচ্ছে৷ অর্থাৎ, আরো কোন কোন তারকার ভাগ্যে শিকে ছিঁড়তে পারে আগামী দিনে৷ সেই সঙ্গে থাকবে নতুন কিছু মুখ, যাদের অডিশনের মাধ্যমে নির্বাচন করা হবে৷ অন্য দিকে আগের বছর ক্যালেন্ডারে থাকা বেশ কিছু মুখ এবার বাদ পড়ছেন৷ যেমন, নায়িকাদের মধ্যে পায়েল, তনুশ্রী থাকছেন না বলে জানা যায়৷ ঋতুপর্ণা সেনগুন্তর কাছেও ফোন যায়নি৷ এর নায়কদের মধ্যে আবার পরমব্রত বা সোহমের কাছে ডেট চাওয়া হয়নি এই বছর৷ মোটামুটিভাবে যা শোনা যাচ্ছে, আগের বারের ক্যালেন্ডারে যারা ছিলেন, তাদের অনেককেই এবারে ডাব্বু রিপিট করতে চাইছেন না৷
তবে তার সঠিক কারণটা কি, সেটা বুঝতে আন্দাজই একমাত্র অস্ত্র৷ আসলে ডাব্বু যেটা চাইছেন, তা হল এই প্রজেক্টে যত বেশি করে পারা যায় টালিগঞ্জের নতুন নতুন মুখকে সামিল করতে৷ মোদ্দা কথা, আবারো বছরের সেই সময় উপস্থিত যখন টলিউডের তারকারা নিজেরাও নজর রাখেন কার কাছে এল এই ফোন, তা নিয়ে৷ কারণ, ডাব্বুর ক্যামেরায় তোলা ছবি বলিউড এন্ট্রির পোর্টফোলিও৷ সম্পূর্ণ তালিকা অবশ্য মিলবে মার্চের শেষ দিকে৷ তবে সব কিছু ঠিকঠাক ভাবে এগোতে থাকলে সেই সময়ই এবার শহরে আসছেন ডাব্বু, বং ক্যালেন্ডার শ্যুট করতে৷
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই