শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৫:২৫

দক্ষিণে সিনেমার সেরা ১০ অভিনেত্রী!

দক্ষিণে সিনেমার সেরা ১০ অভিনেত্রী!

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী ছবির প্রথম সারির অভিনেত্রীদের কদর বাড়ছে। কদর বাড়ছে দক্ষিণে সিনেমারও। দেখেনিন অভিনয় ও রুপের যাদুতে ভক্তদের মুগ্ধ করে রেখেছেন এমন দশজন অভিনেত্রী।

১. প্রিয়মনি : দক্ষিণী ছবির জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রিয়মণি। তেলেগু, মালায়লি, কন্নড় এবং তামিল সিনেমায় পরিচিত মুখ। চেন্নাই এক্সপ্রেসে শারুখের সাথে ১,২,৩,৪ গানে পর্দা শেয়ারও করেছেন।

২. অনুষ্কা শেট্টি :  অনুষ্কা শেট্টি তেলুগু ও তামিল ছবিতে কাজ করেন। ২০০৫ সালে পুরি জগন্নাথের তেলেগু ছবি ''সুপার'' দিয়ে নাগাজুর্ণার বিপরীতে অভিনয় জীবন শুরু করেন। অল্প দিনেই প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৯ সালে অরুণধুতি সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দেন। সর্বশেষ রুদ্রমাদেবী সিনেমা রুদ্রমাদেবী ও বাহুবলী সিনেমায় দেভাসেনা চরিত্রে অভিনয় করে এখন তিনি রয়েছেন সবার আলোচনায়।

৩. হনসিকা মোতওয়ানি : দক্ষিণে সিনেমায় সবথেকে সেক্সি অভিনেত্রীর তকমা তার। সর্বদায় যেসব লুকে পর্দায় এসেছেন তাতেই হুশ উড়ে গেছে দর্শকদের। সর্বশেষ তামিল ছবি ‘পুলি’তে রাজকণ্যা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

৪. নয়নতারা : জন্মসূত্রে তার নাম ডায়না মরিয়ম। ডান্সমাস্টার প্রভুদেবাকে বিয়ে করে হিন্দু হন, নাম রাখেন নয়নতারা। অসংখ্য ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে প্রংশসা কুড়িয়েছেন এই গুণি অভিনেত্রী। তেলেগু ও তামিল সিনেমাতে বেশি দেখা যায় নয়নতারাকে।

৫. শ্রিয়া সারান: ভারতের দক্ষিণের অভিনেত্রীদের মধ্যে সেরা আবেদনময়ীর খেতাব পেয়েছেন শ্রিয়া সারান। আকর্ষণীয় সুন্দরী শ্রিয়া যে দক্ষিণের দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিতে পেরেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

৬. তামান্না ভাটিয়া : ২০০৫ সালে প্রথম চান্দ সা রোশন চেহ্‌রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একি বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরু করেন। এখন দক্ষিণে সুপারহিট সিনেমা গুলিতে প্রায় দেখা মেলে তামান্নার। এমনকি ভারতের সবথেকে ব্যয়বহুল সিনেমা বাহুবলীতেও অভিনয় করছেন তামান্না।

৭. কাজল আগরওয়াল: দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি জনপ্রিতা অর্জন করেন মূলত মাগাধীরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের পর, যা ছিলো তার অভিনীত সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি তাকে। অসংখ্য দক্ষিণে সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন সিংহাম (২০১১) চলচ্চিত্ররে মাধ্যমে, যা ছিলো ব্লকবাস্টার।

৮. সামান্থা রুথ : সামান্থা প্রধানত তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পে ​​কাজ করেন। সম্প্রতি একাধিক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেলো মূলত তার জনপ্রিয়তা বেড়েছে এসএস রাজামৌলির ‘মাক্কি’ সিনেমায় অভিনয় করার পর থেকে। প্রযোজকদের কাছে লাকি ম্যাসকট এখন সামান্থা। তার পারিশ্রমিক ৭০ লক্ষ থেকে ১ কোটি টাকা।

৯. শ্রুতি হাসান: শ্রুতি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প এবং বলিউডে কাজ করেন। তার মা-বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুর। ২০০৯ সালে অ্যাকশনধর্মী সিনেমা “লাক” (২০০৯) সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে, তিনি সিনেমার গান গাইতেন এবং এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। পরবর্তীতে তার ওয়াট ডিজনী চলচ্চিত্রে তার অভিনীত “আনাগঙ্গা ও ধীরুদু”, “ওহ্‌ মাই ফ্রেন্ড” এবং “৭ আম আরিভু” সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রসংশা অর্জন করেন। ২০১২ সালে, তিনি “গব্বার সিং” সিনেমায় অভিনয় করেন, যা তার একটি ব্যবসাসফল চলচ্চিত্র।

১০ . তৃষা মেনন : তামিল ও তেলুগু ছবিতে অনেক কাজ করেছেন। বলিউডে অক্ষয়ের বিপরীতেও অভিনয় করেছেন। বর্তমানে তার ছবি প্রতি পারিশ্রমিক ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা।

২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে