শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২১:৫৭

লুলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা খেলেন সালমান!

লুলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা খেলেন সালমান!

বিনোদন ডেস্ক : রোমানিয়ার বান্ধবী লুলিয়ার সাথে সালমান খানের কোন সম্পর্ক নেই। তারা শুধুই বন্ধু। এতোদিন এমনটাই বলে আসছিলেন। কিন্তু এবার কি বলবেন বলিউড ভাইজান সালমান খান?

কথায় আছে না, ‌‘বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেলে ও গো সোনার চান’। সালমান খানের অবস্থাও হয়েছে তেমন। অর্থাৎ লুলিয়ার সাথে ঘনিষ্ঠ অবস্থায় এবার ধরাই খেলেন সালমান! সে ছবি আবার নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল!

জানা গেছে, শুক্রবার দুবাই বিমানবন্দরে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন সালমান ও লুলিয়া। আর তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তুলেছেন তাদের এক ভক্ত। আর সেই গোপনে তোলা ছবিটি এখন পুরো নেট দুনিয়ায় কাঁপ তুলছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পুরস্কার নিতেই দুবাই গেছেন ‘ভাইজান’। তার সঙ্গী লুলিয়া। কিন্তু বিমানবন্দরেই যে এই কাণ্ড ঘটবে তা কেই বা জানত?  আর তাই এখন আর কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যে, তারা শুধু বন্ধু নন, প্রেমিক যুগল।
   
এদিকে তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখে এখন একটাই প্রশ্ন সারা দুনিয়ায়, আগামী দিনে কি সত্যিই বিয়ে করবেন এই জুটি? তবে এখনও এর উত্তর পাওয়া যায় নি। সে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী আরো কিছুদিন।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে