শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৮:২২

মনির খানের সঙ্গে সিনেমার গানে ন্যান্সি

মনির খানের সঙ্গে সিনেমার গানে ন্যান্সি

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও ন্যান্সি এবার এক সঙ্গে গাইবেন চলচ্চিত্রের গান। ‘মরণ নেশা’ শিরোনামের একটি ছবিতে তাদের যুগলকণ্ঠের গান শোনা যাবে।

এবারই প্রথম আলোচিত এই দুই সংগীতশিল্পী এক সঙ্গে কণ্ঠ দিচ্ছেন। এখবর তাদের ভক্ত অনুরাগিদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত সুখবর। তারা মনে করচেন ভক্তদের ভালো কিছু উপহার দিতে চলেছেন তারা।

মিজানুর রহমান শামীমের পরিচালনায় ‘মরণ নেশা’ ছবিটি গেল বছর এ শুটিং শুরু হয়েছিল। এ ছবিতে অভিনয় করছেন রুবেল, আলেকজান্ডার বো, নবাগত রাকা বিশ্বাস ও সাদমান সামির।

এরই মধ্যে ছবিটিতে থাকা পাঁচটি গানের মধ্যে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এবার এ ছবির চার নম্বর গানটিতে কণ্ঠ দিতে যাচ্ছেন মনির খান ও ন্যান্‌সি।

‘সারাটি জীবন ধরে, ভালোবেসে যাব আমি তোরে, ও জান আমার জান, ও প্রাণ আমার প্রাণ’- শিরোনামের এ গানটি লিখেছেন আফজাল হোসেন। আর গানটির সংগীতায়োজন করেছেন ইথুন বাবু।

এ বিষয়ে মনির খান জানিয়েছেন, নতুন ছবির গান করছি। এখানে আমার সহশিল্পী ন্যান্সি। আশা করছি গানটি ভালোলাগবে সবার।

ন্যান্সি জানিয়েছেন, চলচ্চিত্রে গাইতে সব সময়ই ভালো লাগে। এবার ‘মরণ নেশা’ ছবিতে গাইছি। দ্বৈত গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দেবেন মনির খান। তিনি আমার প্রিয় একজন শিল্পী। আশা করছি ভালো কিছু হবে।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে