বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন মারা গেছেন! গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় মারা গেছেন তিনি। মৃত্যুর কিছু ছবিসহ এমন সংবা প্রকাশ হয় হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জারের মাধ্যমে। এরপরই এ সংবাদটি ছড়িয়ে পরে সারা বিশ্বে অমিতাভ ভক্তদের মাঝে।
অথচ খোঁজ নিয়ে যানা গেছে ৭৩ বছর বয়সি অমিতাভ বচ্চন সুস্থ এবং স্বাভাবিক আছেন। আর যা ছড়ানো হয়েছে তা নিছক গুজব। তবে কে বা কারা কোথা থেকে এমন গুজব ছড়িয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এর আগে ২০১২ সালে এবং ২০১৫ সালে অমিতাভের মৃত্যু গুজব শোনা গিয়েছিল।
অমিতাভ বচ্চনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তিনি এখনো বেঁচে আছেন এবং ভালো আছেন। ইন্টারনেটে আপনারা যা দেখছেন তা বিশ্বাস করা বন্ধ করুন।’
এদিকে ইন্টারনেট দুনিয়ায় তারকাদের মৃত্যু নিয়ে গুজব নতুন কিছু নয়। এর আগে বলিউড অভিনেতা দিলীপ কুমার, শক্তি কাপুর থেকে শুরু করে হালের জনপ্রিয় গায়ক হানি সিং কেউই বাদ পড়েননি এ গুজবের হাত থেকে। কিছু অতি উৎসাহি পাগল ভক্তরাই এমন ঘটনা রটিয়ে থাকেন। আর তারাই এবার জীবন্ত অমিতাভ বচ্চনকে লাশ বানিয়ে দিলেন!
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন