বিনোদন ডেস্ক : বলিউডের দুই বিতর্কিত অভিনেত্রীর একজন সানি লিওন অন্যজন রাখি সাওয়ান্ত। বর্তমানে এই দুইজনের সম্পর্কটা যেন সাপ আর নেউল। তবে এরমধ্যে রাখি একধাপ এগিয়ে। যখন তিনি সুযোগ পাচ্ছেন, তখনই সানি লিওনকে খোঁচা দিয়ে কথা বলছেন।
সম্প্রতি আরজে খান্নার সঙ্গে এক সাক্ষাৎকারে রাখি সাওয়ন্ত বলেছেন, ‘ভারতের যুব সমাজকে ধ্বংস করছে সানি লিওন’।
তিনি অভিযোগ করে বলেন, ‘সানিকে ভারতে দেবীর মতো সম্মান করা হচ্ছে। যখন সে ছোট ছোট পোশাক পরে পর্দায় হাজির হচ্ছে, তখন তার প্রশংসা করা হচ্ছে কিন্তু একই কাজ যখন অন্য কোনো ভারতীয় অভিনেত্রী করছে, তখন তাকে পরতে হচ্ছে সমালোচনার মুখে’।
রাখি আরো জানান, তিনি দেশের মেয়েদের সুরক্ষিত করতে চাচ্ছেন। কারণ আজকাল যেখানে সবাই পোশাক খুলে ফেলছেন। অন্যদিকে রাখি উল্টো পোশাক পরছেন।
এরপর আরজে প্রশ্ন করেন, রাখি কোথায় পোশাক পরছেন? তাকে তো বিকিনিতেই দেখা যায়। তখন উত্তরে রাখি জানান, সানির জন্যই তাকে বিকিনি পরতে হচ্ছে। সানি এসে তাকে বিকিনি পরিয়েছেন। আর তিনি তো তাও বিকিনি পরেন। কিন্তু সানি লিয়ন বিকিনি ছাড়াই দেশে ঘুরে বেড়ান।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন