শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪১:৪৪

পর্দায় নয়, বাস্তবেও ‘বাজরাঙ্গি ভাইজান’ সালমান খান

পর্দায় নয়, বাস্তবেও ‘বাজরাঙ্গি ভাইজান’ সালমান খান

বিনোদন ডেস্ক : সালমান খান কি শুধু পর্দাতেই হিরো, বাস্তবে নন? এমন প্রশ্ন উঠলে যে কেউ বলবেন, না, তিনি শুধু পর্দাতেই নন, বাস্তবেও একজন হিরো। আর এর প্রমাণও বেশ ক’বার রেখেছেন বলিউড ভাইজান।

তবে পার্থক্য হল পর্দায় চিত্রনাট্যের দরকার হয় আর বাস্তবে দরকার হয় না। তবে বাস্তবে নায়ক হতে হলে দরকার হয় নির্জলা আবেগ। যার পুরোটাই আছে সালমান খানের মাঝে। আর তাই তো তিনি চিকিৎসাপ্রার্থী এক অসহায়কে সবরকম সাহায্য করলেন।

জানা গেছে, কৈলাশ চন্দনশিভ নামে এক ব্যক্তির ছেলে মারাত্মক অসুস্থ। বছর চোদ্দর বিজয় শারীরিক সংকটের কারণে চলতে ফিরতে পারে না। চিকিৎসার খরচ কীভাবে বহন করবেন, কোথায়ইবা চিকিৎসা করাবেন জানতেন না। শুনেছিলেন সালমান খান অনেককেই সাহায্য করেন। তাই সালমানের সাক্ষাৎপ্রার্থী হন তিনি। শুটিংয়ের পথে কোনওক্রমে দেখা করতে পারেন তার সঙ্গে। সালমান তার কথা মন দিয়ে শোনেন।

তৎক্ষণাৎ পরিচিত এক ডাক্তারের ফোন নম্বর তাকে দিয়ে বলেন, তিনি যেন সালমানের নাম করে ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেন। শুধু তাই নয়, ওই ছেলের চিকিৎসার সমস্ত খরচ তিনি নিজে দেবেন বলেও জানান বলিপাড়ার ‘ভাইজান’। কৈলাশ শুনেছিলেন সালমান দিলদরিয়া মানুষ, এবার তা চাক্ষুষ দেখলেন।

বিগত এক দশকে বলিউডি ছবির বদল শুধু হয়নি, বদলেছেন নায়করাও। তা শুধু পর্দায় নয় বাস্তবেও। যে সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল, যে সালমান হিট অ্যান্ড রান মামলায় জড়িয়েছিলেন, তিনি যে নিজেকে আমূল পালটে ফেলেছেন এ কথা বলে থাকেন অনেকেই। এ ঘটনা যেন সে কথাই প্রমাণ করে।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে