শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫১:৫৮

ক্ষমতাধরদের তালিকায় বলিউডের তিন খান

ক্ষমতাধরদের তালিকায় বলিউডের তিন খান

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এই তিন খান ভারতের প্রভাব ওক্ষমতাধরদের তালিকায় রয়েছেন। ২০১৫ সালে ভারতের ক্ষমতাধর ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন এই তিন খান।

এর আগের বছরে সালমান খান ও আমির খান ক্ষমতাধর ১০০ জনের তালিকায় থাকলেও ছিলেন না শাহরুখ খান। কিন্তু এবার তিনি প্রথমবারের মত দুই খানের সঙ্গে জায়গা করে নিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের শীর্ষ ১০০ জন ক্ষমতাধর মানুষের তালিকায় সুপারস্টার অভিনেতা সালমান খানের পজিশন গেল বছরের এ বছরেও ৮৩ নম্বরে আছেন। আর প্রথমবার দুই খানের সঙ্গে জায়গা করে নেয়া শাহরুখ খান দখল করলেন ৯৭ নম্বর পজিশন!

গেল বছরে ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করে আমির খান ও শাহরুখ খান ব্যাপক জনরোষের মধ্যে পরেন। তথাপিও তাদের জনপ্রিয়তা খুব একটা কমেনি। যদিও আমির খান গেল বছরের থেকে পজিশনের দিক থেকে ২ র‌্যাঙ্ক পিছিয়েছেন। চলতি বছরে ভারতের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় আমির খানের নাম আছে ৭২ নাম্বারে!

তিন খান ছাড়াও একশো জন ক্ষমতাধর মানুষের এই তালিকায় আছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেতত্রী। বিশেষ করে নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা করন যোহরের পজিশন সবাইকে আশ্চর্য করার মতনই! হ্যাঁ, করন যোহর ক্ষমতার দিক দিয়ে পিছনে ফেলেছেন শাহরুখ ও সালমান খানকেও। তাদেরকে পিছনে ফেলে করন যোহর নিয়েছেন ৭৬ নম্বর পজিশন!

অন্যদিকে এই তালিকায় আছেন সদ্য হলিউডে পাড়ি জমানো বলিউডের আবেদনময়ী দুই অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। একশো জন ক্ষমতাধরের তালিকায় তারা আছেন যখাক্রমে ৯৩ এবং ৯৮ নম্বরে!
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে