বিনোদন ডেস্ক : বলিউডে সব থেকে তন্বী চেহারার নায়িকা কাকে বলা হয়, জানেন কি? জানেন না! তাহলে শুনুন, কারিনা কাপুর খানকে বলা হয় বলিউডের সব থেকে তন্বী চেহারার নায়িকা।
এই তো বছর দুয়েক আগে তিনি জিরো সাইজ ফিগার করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। তবে এর জন্য যে তার মেনু থেকে একদমই ঝেরে ফেলে দিতে হয়েছে তার শখের আইসক্রিম। নিজের ফিগার ধরে রাখার জন্য আইসক্রিমটা তিনি তার মেনু থেকে ফেলে দিয়েছেন। যার কারণে এখনও তিনি বলিউডের তন্বী চেহারার তকমাটা নিয়ে ঘুরে বেড়াতে পারছেন।
এ নিয়ে কারিনা কি বলেছে জানেন? তিনি নিজেই বলেছেন, ইসকুলে পড়ার সময় দিনের মধ্যে বারকয়েক আইসক্রিম খেতেন তিনি। স্কুলে যাওয়ার সময়, আবার স্কুল থেকে বাড়ি ফেরার সময়, রাস্তায় আইসক্রিম ছিল তার 'মাস্ট হ্যাভ'। তার কথায়, 'মা বাড়িতে একেবারেই আইসক্রিম খেতে দিতেন না। তাই যাওয়া-আসার সময়টুকু সদব্যবহার করতাম। আর এতেই আমার পকেটমানি খরচ হয়ে যেত।'
তার বর সাইফ আলি খানও নাকি আইসক্রিমের ভক্ত, আর এমনটাই বলেছেন কারিনা কাপুর খান। কারিনা বলেন, 'অনেক সময় সাইফকে মনে করিয়ে দিতে হয় ও দু'টো আইসক্রিম খেয়ে ফেলেছে, তবে ও থামে'।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন