শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৪:২৮

স্নায়ূযুদ্ধে শাহরুখ ও সালমান, ভক্তদের মাঝে উত্তেজনার পারদ

স্নায়ূযুদ্ধে শাহরুখ ও সালমান, ভক্তদের মাঝে উত্তেজনার পারদ

বিনোদন ডেস্ক : কথা ছিল শাহরুখ খানের‌ ‘রইস’ ও সালমান খানের ‘সুলতান’ আগামী ঈদে মুক্তি পাবে। এ নিয়ে এই দুই সুপারস্টারের ভক্তদের মাঝেও দেখা দেয় উত্তেজনা। যা লক্ষণীয় ছিল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে কিছুদিন আগে আবার শোনা গিয়েছিল আলোচিত এই ছবি দু’টি একই সময় মুক্তি দেয়া হচ্ছে না। তারা স্বেচ্ছায় মুক্তির তারিখ নাকি পরিবর্তনও করেছিলেন। কিন্তু এখন আবার ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা।

দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, শাহরুখের ‘রইস’ ও সালমানের ‘সুলতান’ একই সময় মুক্তি পাচ্ছে। এ নিয়ে দুই খানের মাঝেও চলছে স্নায়ুযুদ্ধ। টুইটারে রীতেশ সিধওয়ানি জানিয়েছেন, রইসের মুক্তির দিন পরিবর্তন হবে না। সুলতানেরও ক্ষেত্রেও এমনটাই জানানো হয়েছে।

এ নিয়ে সালমান খান জানিয়েছেন, ভারতে এমন দুটি সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট সিনেমা হল আছে। কিন্তু বলিউডের বর্তমান পরিস্থিতি খুব একটা আশার বাণী শোনাচ্ছে না।

প্রসঙ্গত, শাহরুখ খান ও সালমান খানের মধ্যে বেশ কিছু মানসিক দ্বন্দ্ব ছিল। তবে বিগ বস’র ঘরে যখন শাহরুখ-সালমান একসঙ্গে হওয়াতে সবাই ভেবেছিলেন এই বুঝি তাদের মধ্যকার দ্বন্দ্বের অবসান হলো। তবে দ্বন্দ্বের অবসান হলেও পেশাগত স্থানে তারা একে অপরের প্রতিযোগি ছিলেন এবং আছেনও।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে