বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিককে অনেকেই চেনেন। দেশজুড়েই তার ভক্তর সংখ্যা একদম কম নয়। কিন্তু সেই সাইমন সাদিককে এবার দেখা যাচ্ছে হিজড়া বেশে! ছবিটা দেখলে যে কেউ চমকে উঠতে পারেন। এ কি অবস্থা সাইমনের!
ভাববেন না। আসলে চরিত্রের প্রয়োজনে তাকে হিজড়ার বেশ ধারণ করতে হয়েছে। আকাশ আচার্য্য’র পরিচালনা নির্মিতব্য ‘মায়াবিনী’ চলচ্চিত্রে তাকে এমন অদ্ভূত হিজড়া সাজে দেখা যাবে।
জানা গেছে, এফডিসিতে চলছে ‘মায়াবিনী’ চলচ্চিত্রের শুটিং। এ চলচ্চিত্রেই বড় পর্দায় এ বেশে হাজির হচ্ছেন সাইমন। তবে চরিত্রটি পুরোপুরি সাইমনের নয়। চলচ্চত্রিটিতে মূলত হিজড়া চরিত্রে দেখা যাবে অমিত হাসানকে। অমিত হাসানের মৃত্যুর পর তিনি ভূত হয়ে ভর করেন সাইমনের উপর। তাতেই এ বিপত্তি।
‘মায়াবিনী’ সিনেমাতে সাইমন ছাড়াও আরও অভিনয় করেছেন, চিত্রনায়িকা আইরিন, কাজী হায়াত, সিবা শানুসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন