শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৮:৪০

স্বামী ও শাশুরির বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ করলেন কারিশমা কাপুর

স্বামী ও শাশুরির বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ করলেন কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়কার নাম্বার ওয়ান হিরোইন কারিশমা কাপুর আর সঞ্জয় কাপুরের ডিভোর্স নাটক এখন খুব জটিলকার ধারণ করেছে। অনেকেই ভেবেছিলেন তাদের বিবাহ বিবেচ্ছেদটা শান্তিপূর্ণভাবেই মিটে যাবে। কিন্তু সে ভাবনাটা এখন জল্পনাতেই। বরং তাদের বিচ্ছেদ এখন চরম জটিলাকার ধারণ করছে।

জানা গেছে, শিল্পপতি সঞ্জয় কাপুরের সাথে বলিউড অভিনেত্রী মিউচুয়াল ডিভোর্সের দিকেই এগোচ্ছিল। কিন্তু এরপরেই দু’জনে সমঝোতার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। সম্প্রতি সঞ্জয় ও তার মায়ের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগই এনেছেন কারিশমা। মুম্বাইয়ের খার থানায় তিনি যে সব অভিযোগ দায়ের করেছেন, তার মধ্যে মানসিক নির্যাতন তো রয়েছেই, তার উপরে রয়েছে যৌতুক নিয়ে হয়রানির অভিযোগও।

অন্য দিকে, সঞ্জয় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে, এই ডিভোর্স-মামলাকে যেন দিল্লিতে ট্রান্সফার করা হয়। কারণ, আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারা নাকি তাকে খুনের হুমকি দিচ্ছেন।

সব মিলিয়ে বেশ জটিল চিত্রনাট্য একন এই জুটির বিবাহ বিচ্ছেদ। ইমোশন, ইমোশনাল অত্যাচার তো রয়েইছে, তার উপরে যোগ হয়েছে ক্রাইম থ্রিলারের গল্পও।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে