শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৫:০২

হাঠাৎ মন্দির কেন ঝাড়ু দিলেন ঐশ্বরিয়া?

হাঠাৎ মন্দির কেন ঝাড়ু দিলেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই মন্দির ঝাড়ু দিচ্ছেন! শুধু তাই নয়, সাধারণ এক নারী বেশভূষায় সেখানে বসে থালাবাসনও ধুচ্ছেন! এ কি হাল বলিউডের এই অভিনেত্রী! পাঠক এমনটাই তো ভাবছেন?

ভাববার কিছু নেই। এমনটা তিনি করছেন ঠিকই। তবে সেটা তার নতুন ছবি ‘সর্বজিত’-এর জন্য। বর্তমানে তিনি এ ছবির শুটিং-এর জন্য আছেন পাঞ্জাবের অমৃতসরে।

উমাঙ্গ কাপুরের পরিচালনায় বাস্তব ঘটনার ওপর নির্মিত এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করছেন সর্বজিতের বোনের চরিত্রে। এখানে তাকে একজন সাধারণ পাঞ্জাবি নারীর বেশভূষায় অভিনয় করতে হয়েছে।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম প্রকাশ করে, ‘ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরের মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে বচ্চন বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চনকে।’ মন্দিরের উপাসকদের দলে যোগ দিয়ে মন্দিরের মেঝে ঝাড়ু দিয়েছেন ৪২ বছর বয়সী এই বলিউডের সুপারস্টার।

সংবাদ মাধ্যমে আরও লিখেছেন, সেখানে ঝাড়ু আর থালাবাসন ধুয়ামুছা ছাড়া ঐশ্বরিয়া সেখানে রান্না করেছেন। সংবাদ মাধ্যমে আরও জানানো হয়, মন্দির কর্তৃপক্ষকে ঐশ্বরিয়া অনুরোধ করেন যে তাকে যেন এ কাজগুলো ঠিকঠাকভাবে শিখিয়ে দেওয়া হয়। যেন তিনি এই গুরুদায়িত্ব পালনে কোনো ভুল না করে ফেলেন তিনি!
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে