বিনোদন ডেস্ক : সবাইকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ও বিউটি কুইন ক্যাটরিনা কাইফ। ২০১৬ সালের জানুয়ারি মাসে টাইম সেলেবেক্স র্যাঙ্কিংয়ে তারা এ অবস্থানে আসেন।
জরিপে দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘এয়ারলিফট’ ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় কুমার ২৭ পয়েন্ট পেয়ে সেরা অভিনেতা ও ‘ফিতুর’ ছবির জন্য ক্যাটরিনা কাইফ ২১ স্কোর পেয়ে সেরা অভিনেত্রীর অবস্থানে উঠে আসেন।
তবে অক্ষয় কুমারের শীর্ষে আসার পিছনে শুধু ‘এয়ারলিফট’ ছবিই মূল ভূমিকা পালন করেনি। এর সাথে আছে আরও কেয়েকটি কারণ। এরমধ্যে চারটি পণ্যের বিজ্ঞাপনচিত্রেও তিনি সাফল্যের মুখ দেখেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের খুব কাছাকাছি আছেন এই অভিনেতা।
এদিকে এই জরিপে অক্ষয় কুমারের পরে অবস্থান করছেন যথাক্রমে অমিতাভ বচ্চন (২৫), শাহরুখ খান (১৮ দশমিক ৯), সালমান খান (১৮) ও আমির খান (১৭)।
এছাড়া ক্যাটরিনা কাইফের পরের অবস্থানে আছেন যথাক্রমে প্রিয়াঙ্কা চোপড়া (১৯), কঙ্গনা রনৌত (১৮), আনুশকা শর্মা (১৭ দশমিক ৯) ও ইয়ামি গৌতম (১৭)।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন