শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩২:১৩

সানি লিওনকে কি দিলেন মাহিন্দ্র সিং ধোনি?

সানি লিওনকে কি দিলেন মাহিন্দ্র সিং ধোনি?

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী সানি লিওন সম্প্রতি একটি ক্রিকেট টিম কিনেছেন, যা সবারই জানা। তবে নতুন বিষয় হচ্ছে, তিনি ক্রিকেট টিমের মালকিন হয়ে তিনি স্পেশাল টিপস নিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে!

শোনা যাচ্ছে, মাহিন্দ্র সিং ধোনির সাথে দেখা করে সানি লিওন নাকি সাজেশনও নিয়েছেন। আর ধোনিও নাকি বেশ স্বচ্ছন্দে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সানি লিওনকে নানা পরামর্শও দিয়েছেন!

ভাবছেন তাদের দেখা হল আবার কবে? ভাববারই কথা। কেন না, সানি নিজেই বলেছিলেন তিনি ক্রিকেট সম্পর্কে ধোনির কাছ থেকে নানা টিপস গ্রহণ করেছেন। তারমানে তিনি ধোনির সাথে সাক্ষাৎ করেছেন?

না! এর কোনওটাই নয়। ধোনির সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই হয়নি তার। বরং ধোনির খেলা দেখেই নাকি যাবতীয় টিপস নিয়ে নিয়েছেন সানি লিওন। ‘চেন্নাই সোয়াগার্স’-এর নয়া মালকিন অন্তত এমনটাই জানিয়েছেন মিডিয়াকে।

বক্স ক্রিকেট লিগে একটা গোটা ক্রিকেট টিম কিনেছেন সানি লিওন। ‘চেন্নাই সোয়েজার্স’ নামে ওই টিমে রয়েছেন মৌনী রায়, সংগ্রাম সিংহের মতো টেলিভিশনের এক ঝাঁক তারকা।

ক্রিকেট টিমের মালকিন হয়ে সানি লিওন জানিয়েছেন, ছোটবেলায় খেলাধুলো করতে খুব ভালবাসতেন। ক্রিকেট, ফুটবল তার প্রিয় খেলা ছিল। এ বার সেই ক্রিকেট টিমের মালকিন হতে পেরে তিনি খুবই খুশি।

চেন্নাই সোয়েজার্স টিমের মিউজিক ভিডিওতে দেখা যাবে খোদ মালকিনকে। শোনা যাচ্ছে, চেন্নাই সোয়েজার্সের খেলার সময় মাঠে উপস্থিত থেকে তিনি দলের সদস্যদের মাঝে উতৎসাহ ও উদ্দিপনাও যোগাবেন।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে