বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের যোগ্য উত্তরসূরি মুনমুন সেন দীর্ঘদিন বলিউড কাঁপিয়েছেন। আর সেই মুনমুন সেনের মেয়ে হয়ে রাইম সেনের মুখে ভিন্ন সুর! একটু অবাক হওয়ার মত কথাই বলেছেন তিনি।
সম্প্রতি তিনি মন্তব্য করেছেন ‘বলিউডে টিকে থাকতে গেলে ব্যাকআপ দরকার হয়’। তার এমন বোমা ফাটানো মন্তব্যের পর অনেকেই নড়েচড়ে বসেছেন! বলছেন কেউ কেউ, এসব কি বলছে মেয়ে?
এদিকে বলিউডে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রাইমা সেন অভিনীত নতুন ছবি ‘বলিউড ডায়েরিজ’। টলিউডে পারফরম্যান্সের বিচারে তিনি প্রথম সারিতে থাকলেও বলিউডে এখনও ততটা সফল নন এ নায়িকা। কিন্তু কেন এখনও তিনি সফল হতে পারছেন না?
সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বলিউডে টিকে থাকতে গেলে ব্যাক আপ দরকার। তাও তো আমার কোনও নিরাপত্তাহীনতা নেই। কারণ পরিবারের খরচ আমাকে চালাতে হয় না। তা ছাড়া টলিউডের ব্যাকআপ রয়েছে। কিন্তু এমন অনেকে আছেন যারা বলিউডেই স্ট্রাগল করছেন। তবে ব্যাক আপ না থাকায় টিকে থাকতে পারছেন না।’
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন