বিনোদন ডেস্ক : শিগগরিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিপিএলের আলোচিত ও সমালোচিত উপস্থাপিকা আমব্রিনা সাজরিন আমব্রিন। বিএপিএল চলাকারীন তাকে ঘিরেই চলেছিল নানা আলোচনা ও সমালোচনা।
আমব্রিন নিজেই গণমাধ্যমকে জানালেন এই সুখবর। বিয়ে নিয়ে তার মধ্যে তেমন আগ্রহ না থাকলেও পরিবারের পীড়াপীড়ির কারণে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। তবে এ বছরই তিনি বিয়ে করছেন না। তিনি জোনিয়েছেন আগামী বছর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।
একটি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে আমব্রিন জানিয়েছেন, ‘বিয়ে নিয়ে আমার তেমন আগ্রহ নেই। মিডিয়াতে কাজ করছি। এ কাজের মধ্যে ব্যস্ত থাকতেই ভালো লাগছে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ আর পরিবারের বাইরে তো যেতে পারি না। সব দিক বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার বাসার মানুষজন পারলে তো এখনই বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি আরেকটু সময় চেয়েছি। আর এক বছর পর। মানসিকভাবে প্রস্তুতির তো একটা ব্যাপার রয়েছে। তাই আগামী বছর বিয়ের কাজটি সারতে চাই।’
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন