বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী আবারও নতুন একটি ছবির গানে দ্বৈতকণ্ঠ দিয়েছেন। ‘ভালোবাসার ছবি আঁকতে শুধু তোমাকে চাই’ কথার গানটি তারা গেয়েছেন ‘মিসড্ কল’ শিরোনামের ছবিতে।
কবির বকুলের কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। সম্প্রতি ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এদিকে সংগীত পরিচালক শওকত আলী ইমনের সঙ্গে ইমরানের এটি দ্বিতীয় কাজ হলেও পড়শী এবারই প্রথম এই পরিচালকের সুর ও সংগীতে গাইছেন।
ইমরান বলেন, ‘কিছুদিন আগে ইমন ভাইয়ের সুরে প্রথমবার গেয়েছি ‘মেঘকন্যা’ ছবিতে। আবার গাইলাম। নতুন গানটির কথা ও সুর একবার শুনলেই ভালো লাগার মতো।’
উল্লেখ্য, ‘মিসড কল’ ছবির প্রধান চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী ও নবাগতা মুগ্ধতা। এ ছাড়া আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, বাপ্পারাজ, তামান্না তিফ, কাজী হায়াৎ, রেবেকা, সাদেক বাচ্চু।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন