রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৭:৩৯

তাহলে কি তিনি সালমান খান নন?

তাহলে কি তিনি সালমান খান নন?

বিনোদন ডেস্ক : দুবাইতে একটা পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। তিনি তার সঙ্গে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন তার কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরকে। তবে এ বিষয়টি প্রকাশ পায় দুবাইতে যাওয়ার পর। এ নিয়ে লেখালেখিও হয় অল্প-বিস্তর।

এদিকে ফেরার পথে ঘটে গেল লঙ্কা-কাণ্ড! লুলিয়ার বাহুবন্দি সালমান! সেও আবার লিপ লকে! অার সে দৃশ্য লুকিয়ে ক্যামেরাবন্দি করেন সালমান খানের অতি উৎসাহিত এক ভক্ত। শুধু ক্যামেরাবন্দি! না। সে ছবিটি ছড়িয়েও দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আর এ নিয়েই এখন বলিউডে চলছে দারুণ চর্চা।

এদিকে সালমান খানের ঘনিষ্ঠ সূত্র দাবী করছেন ওই ছবিতে লুলিয়া থাকলেও সালমান ছিলেন না। লুলিয়ার সঙ্গিটি মোটেও সালমান নয়। আর এ নিয়ে এখন চলছে চূলচেরা বিশ্লেষণ। দুবাইয়ে তোলা ছবিটিতে লুলিয়া ভান্তুরের সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার কাঁধ ও পিঠের সঙ্গে সলমন খানের খুব মিল আছে বলে দাবি।

বেশ কিছুদিন ধরেই রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতার খবর চাউর হয়েছে। লুলিয়ার সঙ্গে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর ইতালিতে বাগদান পর্ব সেরে রেখেছেন বলেও মাঝে গুজব রটেছিল।  

সালমানের এক ফ্যান ক্লাব লুলিয়ার ছবিটি ইন্টারনেটে আপলোড করায় গুজবের মাত্রা আরও চড়েছে। সালমান শিবিরের দাবি, লুলিয়া ভান্তুর যাকে লিপ লক করছেন তিনি সল্লু মিঞা নন। তিনি তখন দুবাইয়ের ত্রিসীমানাতেও ছিলেন না।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে