রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১২:০৩

অমিতাভকে ভালোবেসে সোনার ব্যাট উপহার দিলেন ক্রিস গেইল

অমিতাভকে ভালোবেসে সোনার ব্যাট উপহার দিলেন ক্রিস গেইল

বিনোদন ডেস্ক : বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনকে বিশেষ একটি উপহার দিয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম হিরো ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান নাকি বলিউড শাহেন শাহর দারুণ ফ্যান।

অমিতাভ বচ্চনের ছবিও নাকি তিনি ভীষণ ভালোবাসেন গেইল। আর সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হয়েই নিজের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দিয়েছেন অমিতাভ বচ্চনকে।

ট্যুইটারে গেইল ৭৩ বছর বয়সি মহা-নায়কের প্রতি নিজের অনুভব মেলে ধরেছেন। লিখেছেন, আমার স্পার্টান ব্যাটটা এক কিংবদন্তী @সিনিয়র বচ্চনকে উপহার দিতে পেরে গর্ব হচ্ছে। ওনার ছবি, শৈলি ভালবাসি। লেজেন্ড। @স্পার্টানক্রিকেটকে ধন্যবাদ।

এদিকে ভালবাসা-মাখা ব্যাট উপহার পেয়ে দারুণ খুশি অমিকতাভ বচ্চন-ও। এ উপহার পেয়ে নিজেকে তিনি সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন  ট্যুইটারে। ট্যুইটারে তিনি লিখেছেন, মিঃ ক্রিস গেইল। কী বিরাট সম্মান। আপনি যে আমায় চেনেন, জানতামই না! এত ভাল লাগছে। আমরাও সবাই আপনার বিরাট ফ্যান।

অমিতাভ এও লিখেছেন, ক্রিস গেইল….!! আমি বলতে চাইছি, হিন্দিু ছবির ফ্যান ক্রিস গেইল আমাকে অটোগ্রাফ দেওয়া সোনার ব্যাট উপহার দিয়েছেন!!?? একেই বলে ভালবাসার প্রকাশ।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে