মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০৭:৪১:৪৭

‘আইসিইউতে’ নেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’ পবনদীপকে

‘আইসিইউতে’ নেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’ পবনদীপকে

বিনোদন ডেস্ক : ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোর রাতে ভারতের আহমেদাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় এ গায়ককে। তার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে গায়কের সহযোগী দল।

মঙ্গলবার (৬ মে) পবনদীপের সহযোগী দল গায়কের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। যেখানে জানানো হয়, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে গায়ককে। আগের তুলনায় ভাল আছেন তিনি। টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে পবনদীপের।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘পবনদীপের শরীরে একাধিক বড় ফ্র্যাকচারের পাশাপাশি ছোটখাটো আঘাতও লেগেছে। শরীরজুড়ে অনেক আঘাত রয়েছে। সারা দিন ব্যথায় কাতরেছেন পবনদীপ। অনেকক্ষণ জ্ঞানও ছিল না তার। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার। বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি।’

গায়কের স্বাস্থ্য আপডেট জানিয়ে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত, পরিবার, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা এবং সাপোর্টে এখন ভালো আছেন গায়ক। আপনারাও পবনের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করুন।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে উত্তর প্রদেশের মোরাদাবাদের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পবনদীপ।

আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালকসহ দুজন যাত্রীই গুরুতর জখম হন। যার মধ্যে একজন পবনদীপ।

পবনদীপ রাজন ভারতের উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা। ২০২১ সালে ইন্ডিয়ান আইডল-এর ১২তম সিজনের বিজয়ী তিনি। এর আগে পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া শো’র বিজয়ী ছিলেন। সুরেলা কণ্ঠ ও ভিন্নধর্মী গায়কীর জন্য বেশ জনপ্রিয়তা পান এ গায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে