বৃহস্পতিবার, ০১ জানুয়ারী, ২০২৬, ১২:০১:১২

পুরোনো প্রেমিককে বিয়ে করছেন হানিয়া আমির?

পুরোনো প্রেমিককে বিয়ে করছেন হানিয়া আমির?

বিনোদন ডেস্ক : পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—এমন গুঞ্জন নতুন করে ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের সূত্র একটি সাধারণ মন্তব্য। সম্প্রতি হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। এর জবাবে হানিয়া আমির লিখেছেন, আমিও শুনছি। এই ছোট্ট জবাবই নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে একটি বিজ্ঞাপনী ভিডিওতেও আলোচনা তৈরি হয়। সেখানে গায়ক আসিম আজহারকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ পরে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই প্রেম ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেন দুজনই। এরপর আলাদা পথেই এগিয়ে যান তাঁরা।

তবে সম্প্রতি বিভিন্ন পোস্ট, মন্তব্য ও উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, পুরোনো সেই সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। যদিও বিয়ে নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি হানিয়া আমির কিংবা আসিম আজহার—সবকিছুই এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

এর মধ্যে বিদায়ী বছরটি বেশ ভালোই কেটেছে হানিয়া আমিরের। ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও কাজের দিক থেকে সময়টা তাঁর জন্য বেশ সফল বলেই মনে করছেন ভক্তরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে