রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৮:০৭

মেয়ে আরাধ্যাকে নিয়ে স্বর্ণ মন্দিরে কী প্রার্থনা করলেন ঐশ্বরিয়া?

মেয়ে আরাধ্যাকে নিয়ে স্বর্ণ মন্দিরে কী প্রার্থনা করলেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক : ঈশ্বরের প্রতি ভরপুর বিশ্বাস রয়েছে ঐশ্বরিয়া রাইয়ের। আর তাই তো শুটিং করতে যখন অমৃতসরে পৌঁছেছেন তখন স্বর্ণ মন্দির না দেখে ফেরাটা হয়ে উঠে নি তার।

অমৃতসরে ‘সর্বজিত্’-এর শুটিংয়ের ফাঁকে ঐশ্বরিয়া তার মেয়েকে নিয়ে দিব্যি স্বর্ণ মন্দির ঘুরে এসেছেন। মাথায় গোলাপি ওড়না জড়িয়ে মায়ের মতোই সেজেছিল আরাধ্যাও। তবে কী প্রার্থনা করলেন তা খোলসা করেননি ঐশ্বর্যা।

এই ছবিতে একেবারে নন-গ্ল্যামারাস লুকে পর্দায় আসবেন নায়িকা। সর্বজিতের দিদি দলবীর কউরের ভূমিকায় দারুণ মানিয়েছে তাকে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় শুটিংয়ের পর এ বার পঞ্জাবে শুটিং করছে টিম স। খয়েরি রঙের সাধারণ সালোয়ার-কুর্তায় সেটে হাজির হচ্ছেন নায়িকা। পায়ে থাকছে সাধারণ চটি। চরিত্রের প্রয়োজনে একেবারে সাধারণ ভাবে প্রায় নো-মেকআপ লুকেই নাকি পর্দায় হাজির হবেন তিনি।

পাঁচ বছর পর ‘জজবা’ দিয়ে নায়িকার বড়পর্দায় কামব্যাক হলেও ছবিটি বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি। তাই এই ছবিটির ওপরই নাকি বাজি ধরেছেন বচ্চন-বধূ। ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-এর মে নাগাদ।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে