বিনোদন ডেস্ক : নিজের নতুন পোশাকের রেঞ্জের জন্য একজন মডেল খুঁজছিলেন ফ্যাশন ডিজাইনার মনদীপ নেগি। কিন্তু তিনিও ভাবতে পারেননি, যাকে খুঁজছেন, তাকে পাশের বাড়িতেই পেয়ে যাবেন। এ যেন বাস্তবেই ছিল রুমাল, হয়ে গেল বেড়াল কাণ্ড।
দিল্লিতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালানো কমলা প্রত্যাশিতভাবেই একজন অত্যন্ত সাধারণ মহিলা। ফ্যাশন ডিজাইনার মনোজ নেগি যে বাড়িতে থাকেন, তার পাশের বাড়িটিতেই পরিচারিকার কাজ করেন কমলা। শেষ পর্যন্ত কমলাকেই নিজের নতুন পোশাকের রেঞ্জের মডেল হওয়ার প্রস্তাব দেন মনোজ। পরিচারিকার কাজ করা কমলা স্বভাবতই মডেল হওয়ার কথা ভাবতেই পারেননি। শেষ পর্যন্ত অবশ্য প্রস্তাবে রাজি হন তিনি।
যদিও, প্রথম দিকে নতুন ধরনের পোশাক পড়তে, মেক-আপ নিতে বেশ অস্বস্তিই বোধ করছিলেন কমলা। আস্তে আস্তে অবশ্য মানিয়ে নেন তিনি। আর নতুন ভূমিকায় কমলা কতটা স্বচ্ছন্দ্য, ছবিগুলিই তা বলে দিচ্ছে।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন