রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৩:৩৮

ডিভোর্স দেয়ার পর অাবারও একই সঙ্গীকে বিয়ে করেছেন যেসব তারকা

ডিভোর্স দেয়ার পর অাবারও একই সঙ্গীকে বিয়ে করেছেন যেসব তারকা

বিনোদন ডেস্ক : বলিউড বলি আর হলিউড বলি। তারকাদের বিয়ে আর বিচ্ছেদ যেন নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে হরহামেশা। আজ এর বিয়ে হচ্ছে তো কাল তার বিচ্ছেদ। এটা এখন আর তেমন বড় কিছু নয়। তবে, অবাক করার বিষয় হচ্ছে, একই সঙ্গীকে ডিভোর্স দেয়ার পর আবারও তাকে বিয়ে করার ব্যাপারটা।

গয়না ডিজাইনার ওরিয়ান কেভেকে ১৯৯৯ সালে বিয়ে করেন বিশ্বখ্যাত গায়ক ফিল কলিন্স। তবে তারা ২০০৬ সালে তারা সম্পর্কের ইতি টানেন। তবে সম্প্রতি তারা দু’জন আবার বিয়ে করেছেন। বলে রাখা ভালো, ওরিয়ান কেভে কিন্তু ফিল কলিন্সের তৃতীয় স্ত্রী ছিল। তবে এবার সেই তৃতীয় স্ত্রীই হলেন চতুর্থ স্ত্রী।

সঞ্জয় গুপ্তা বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘কান্তি’, ‘মুসাফির’, ‘জাজবা’সহ বেশকিছু চলচ্চিত্র পরিচালনা করেছেন। এই নির্মাতা ১৯৯৭ সালে বিয়ে করেন অনুরাধাকে। দাম্পত্য কলহের জেরে ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়। ডিভোর্সের পাঁচ বছর পর অনুরাধাকে আবারও বিয়ে করেন সঞ্জয় গুপ্তা।

বলিউড অভিনেতা আন্নু কাপুর ১৯৯২ সালে বিয়ে করেন প্রথম বিয়ে করেন অনুপমাকে(পামি)। বিয়ের কয়েক বৎসর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ২০০৮ সালে এই দম্পতি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৮ সালে।   

হলিউডের অভিনেত্রী ও মডেল পমেলা অ্যান্ডারসন ২০০৭ সালের অক্টোবরে চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনকে বিয়ে করেন। কিন্তু বছর পার হতে না হতেই ২০০৮ সালের ডিসেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে এই দম্পতি ২০১৪ সালে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে