রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৯:৪৮

শুভ জন্মদিন আজম খান

শুভ জন্মদিন আজম খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশের পপ সম্রাট আজম খান তথা এ দেশীয় ব্যান্ড তারকাদের কাছে গুরু হিসেবে পরিচত আজম খানের জন্মদিন আজ। আজম খানের জন্মদিনে এমটিনিউজ পরিবারের পক্ষ হেতে গভীর শ্রদ্ধাঞ্জলী।

আজম খান ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম নাম ‘মোহাম্মদ মাহবুবুল হক খান’।  তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন।

আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে - বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। তার প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে।

তিনি ২০১১ সালের ৫ জুন সম্মিলিত সামরিক হাসপাতা (সিএমএইচ) -এ মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছিল গভীর শোকের ছাঁয়া।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে