বিনোদন ডেস্ক : শুক্রবার মুক্তি পেয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। এতে অভিনয় করেছেন রিয়াজ, ফেরদৌস ও মাহি।
এদিকে ছবিটি মুক্তির পর হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় তার ভক্ত অনুরাগিরা অনেকেই ভীর করছেন সিনেমা হলে। কিন্তু অবাক করা বিষয় হল, এ ছবির মুল কাস্টিং মাহি নাকি এখনও সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন নি! যা শুনে অনেকেই হতবাক হয়েছেন।
তা কোথায় তিনি? জানা গেলো বন্ধুদের নিয়ে ঢাকার বাইরে ঘুরতে বেরিয়েছেন। তিনি একটি সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, ছবিটি হলে গিয়ে এখনো দেখিনি। আমি ঢাকার বাইরে আছি। ফিরবো পরশু।’ ফিরে দেখবে কিনা? সেটাও ঠিক নিশ্চিত করে বলতে পারলেন না। জানালেন ‘সেটা ঢাকায় ফেরার পর পর বলতে পারবো।’
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন