বিনোদন ডেস্ক : ‘সথবি’-র নিলামে ১৯৯৯ সালে ‘গন উইথ দ্য উইন্ড’-এর অস্কার ট্রফিটি কিনে নিয়েছিলেন কিংবদন্তী পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তিনি এ ট্রফিটি কিনেছিলেন ৩ লক্ষ মার্কিন ডলার দিয়ে। তবে খুব হল, সেই ট্রফিটির খোঁজ নাকি পাওয়া যাচ্ছে না!
জানা গেছে, ১৯৪০ সালে অস্কারে সেরা ছবি হয়েছিল ‘গন উইথ দ্য উইন্ড’। সেই ট্রফিটিই নিলামে উঠেছিল। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের সম্পত্তির দেখভাল করা সংস্থা জানিয়েছে এই ট্রফির কোনও খোঁজ নেই।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার উইল মোতাবেক সম্পত্তির মালিকানা পায় ট্রাস্ট্রি, যাতে জ্যাকসনের ছেলে-মেয়েরা ছাড়াও আছেন তার মা। ক্যালিফোর্নিয়ায় পপ তারকার বিশাল খামারবাড়ি নেভারল্যান্ডের কোনও ঘরে তা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই খামারবাড়ির কোনও গোপন সিন্দুকে ট্রফিটি রাখা থাকলে কী ভাবে তার খোঁজ মিলবে তা নিয়ে চিন্তায় রয়েছে সম্পত্তির দেখভাল করা সংস্থা।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন