বিনোদন ডেস্ক : আর ক'দিন পরই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডের নতুন ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এ নিয়ে ব্যস্ততা তার অনেক। তাতে কি! এসব ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখেই প্রিয়াঙ্কা উড়ে গেলেন অস্কার মঞ্চে।
কেন না, এবারের ৮৮তম বিশ্বের গৌরবময় ‘অস্কার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। আর সেখানে যোগ দিতেই ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন লস অ্যাঞ্জেলসে!
আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিকভাবে দর্শকের মন জয় করে নেন প্রিয়াঙ্কা। এর ফলে ‘পিওপলস চয়েস অ্যাওয়ার্ড’ও অর্জিন করেন তিনি। তার এমন অর্জনে গর্বিত বলিউডও। আর সেই গর্বের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি ‘অস্কার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটির প্রেজেন্টার হিসেবে নাম লিখিয়ে চমকে দিয়েছেন তিনি। আর সেখানে যোগ দিতেই লস অ্যাঞ্জেলসে বিশ্বের বাঘা বাঘা তারকা অভিনেতা, অভিনেত্রী আর নির্মাতাদের সঙ্গে অবস্থান করছেন প্রিয়াঙ্কা!
যদিও তিনি তিনি ভারতে থেকে নন, বরং সুদূর কানাডা থেকেই লস অ্যাঞ্জেলসে পৌঁছেছেন। কারণ তার চলতি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে কানাডায় থাকছেন বেশ কিছুদিন যাবৎ। আর সেখানে থেকেই অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হতে সব ফেলে লস অ্যাঞ্জেলসে উড়ে গেলেন তিনি।
বিমানে করে কানাডা থেকে অস্কারে যোগ দিতে যাওয়ার পথে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। অস্কারে যোগ দেয়ার পরে রিহার্সেল করছেন, সেটাও তিনি সোশাল সাইটে জানিয়েছেন ভক্ত অনুরাগীদের জন্য।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন