রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৩:১৩

বিবাহ বিচ্ছেদ থেকে কি সরে আসছেন আরেফিন রুমি?

বিবাহ বিচ্ছেদ থেকে কি সরে আসছেন আরেফিন রুমি?

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমির সাথে তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসার সাথে বিচ্ছেদের যে সুর বেজে উঠেছিল তা যেন এখন ভিন্ন দিকে বইতে শুরু করেছে। আর তাই তো তাদের দু’জনেরই সোশ্যাল মিডিয়াই ধরা পড়ল নতুন আভাস।

সম্প্রতি আরেফিন রুমি তার ফেসবুকের কভার ফটো পরিবর্তন করে স্ত্রী-সন্তানের সঙ্গে তার তোলা একটি ছবি দিয়েছেন। কভার ফটো পরিবর্তনের সময় এ ছবিটি আবার ট্যাগ করেছেন স্ত্রী কামরুন্নেসার ফেসবুক আইডিতেও।

অন্যদিকে রুমির স্ত্রী কামরুন্নেসাও গতকাল শনিবার তার ফেসবুকের কভার ফটো পরিবর্তন করে আরেফিন রুমির একটি ক্যাসেটের কাভার দিয়েছেন। ছবিটি পোস্ট দিয়ে তিনিও আরেফিন রুমিকে ট্যাগ করেছেন।

যেখানে তাদের ডিভোর্সের সব আয়োজন সম্পূর্ণ হয়েছিল, সেখানে নতুন করে যে বন্ধনের সুর উঠেছে তা সত্যি রুমি ভক্তদের জন্য সুখবর বটে। তবে সামনে কি হয়? এখন সেটাই দেখার অপেক্ষায় রুমির ভক্ত অনুরাগিরা।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে