বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়মিতই দেখা যেত ক্রিকেট মাঠে। একজন ক্রিকেটি প্রেমিই বলা যায় তাকে। তবে আজকাল আর ক্রিকেট তাকে টানছেন না সেভাবে। বর্তমানে তিনি ক্রিকেট বিমুখ হয়ে পড়েছেন।
সম্প্রতি ক্রিকেট তারকা বিরাট কোহলির সাথে বিচ্ছেদের পর থেকেই ক্রিকেটের প্রতি তার মন উঠে যায়। ক্রিকেট নিয়ে তার মাঝে আর আগের মত কোন ভাবনা নেই। এমন কি গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালিন তার মাঝে নাকি তেমন কোন উচ্ছ্বাসও দেখা যায় নি।
অথচ এক সময় তিনি ভারত থেকে সেই দূর দুরান্তে ছুটে যেতেন তার প্রেমিক বিরাট কোহলিকে উৎসাহ যোগাতে। বিভিন্ন দেশের সাথে ভারতের ম্যাচ চলাকালিন মাঠেই থাকতেন আনুশকা। কিন্তু বর্তমানে এশিয়া কাপ টি-২০-এর আসরে দেখা গেল ভিন্ন আনুশকাকে।
গতকাল অনুষ্ঠিত এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে টান টান উত্তেজনার ভারত-পাকিস্তান ম্যাচে যখন ভারতের প্রায় হেরে যাওয়ার অবস্থা, তখন বিরাট আর যুবরাজ সিংয়ের ৬৮ রানের পার্টনারশিপই ভারতীয় দলকে পৌঁছে দিয়েছে জয়ের কাছে। ভারতের সমর্থক আর গণমাধ্যম যখন বিরাটের প্রশংসায় পঞ্চমুখ, তখন সাবেক প্রেমিকা আনুশকার কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিরাটকে একসময় ক্রিকেটের মাঠে উৎসাহ জুগিয়েছেন যে আনুশকা, সেই আনুশকাই নাকি এখন ক্রিকেট খেলা দেখতে কোনো আগ্রহ বোধ করেন না। মিড-ডে পত্রিকাকে সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন এই ‘পিকে’ অভিনেত্রী। তবে ক্রিকেটের প্রতি তার এই হঠাৎ অনীহার কারণ কি বিরহ না বিরক্তি, তা অবশ্য এখনো জানা যায়নি।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন