রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৩:১৫

ভারতের সেরা সুন্দরী হলেন যিনি

ভারতের সেরা সুন্দরী হলেন যিনি

বিনোদন ডেস্ক : পূর্ব ভারতে সেরা সুন্দরীর খোঁজে হয়ে গেল মিস ইন্ডিয়া বিউটি ২০১৬’ প্রতিযোগিতা৷ সেরা সুন্দরীর মুকুট পরলেন অাসামের সুন্দরী কৃষ্ণমণি হাজারিকা।
 
সৌন্দর্য প্রতিযোগিতা যেমন সেরা সুন্দরীর খোঁজ তেমনই তা নানা বিষয়ের প্রতিযোগিতাও বটে৷ এ প্রতিযোগিতাতেও তাই ছিল।  মোট চারটি ধাপে অংশগ্রহণকারীদের বিচার করেন বিচারকরা৷ বিচারকের আসনে ছিলেন ডিজাইনার অভিষেক দত্ত, মডেল শতরূপা পাইন, ফটোগ্রাফার বাবান মুখোপাধ্যায়৷

যেমন ছিল এথনিক রাউন্ড তেমনই ছিল ওয়েস্টার্ণ৷ কখনো সুইমস্যুট রাউন্ডে তো কখনো ওয়েস্টার্ণ গাউন বিভাগে চূড়ান্ত ২০ জন প্রতিযোগীকে বিচার করলেন বিচারকরা৷

এখানেই শেষ নয়, প্রশ্নোত্তর পর্বে ভালো ফল করেই বেছে নেয়া প্রথম তিনজন ফাইনালিস্টকে৷ তাদের মধ্যে সেরার খেতাব যায় অাসামের কৃষ্ণমণি হাজারিকার কাছে৷ দ্বিতীয় স্থান দখল করেন হুগলির উপাসনা মৈত্র৷ আর তৃতীয় স্থানটি দখল করলেন কলকাতার পায়েল মন্ডল৷
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে