রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৬:৩৫

'সেরা খারাপ' অভিনেতা অভিনেত্রী এরা দুজন!

'সেরা খারাপ' অভিনেতা অভিনেত্রী এরা দুজন!

বিনোদনা ডেস্ক : অস্কারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই জানা যাবে সেরার সেরা কে? কিন্তু শুধু সেরাটা জানলেই তো হবে না, জানতে হবে তার উল্টোটাও। ভালো খবরটা শোনার আগেই তাই ঘোষণা হয়ে গেল খারাপের।

ব্রিটিশ অ্যাকাডেমি অব রাবিশ ফিলমস অ্যাণ্ড টেরিবল অ্যাক্টিং ঘোষণা করল সেরা খারাপ অভিনেতা ও অভিনেত্রীদের নাম। এবছর মরডেকাই ছবির জন্য সেরা খারাপ অভিনেতার পুরস্কার জিতলেন জনি ডেপ। ডিসগ্রেস-মোনাকোর জন্য সেরা খারাপ অভিনেত্রীর পুরস্কার জিতলেন নিকোল কিডম্যান।

শেপ ব্লাটারের চরিত্রে অত্যন্ত খারাপ অভিনয়ের জন্য বিশেষ পুরস্কার দেয়া হলো টম হার্ডিকে। তার ছবি ইউনাইটেড প্যাশন মার্কিন বক্স অফিসের ইতিহাসে সবথেকে কম টাকা কামানোর ইতিহাস তৈরি করেছে।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে