রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৪:২৮

জেনে নিন, এবার অস্কারের দৌড়ে কারা আছে

জেনে নিন, এবার অস্কারের দৌড়ে কারা আছে

বিনোদনা ডেস্ক : আজ রবিবার রাতেই ঘোষণা করা হচ্ছে কারা পাচ্ছেন এবারের অস্কার পুরস্কার। সেরা ছবি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্যা রেভেন্যান্ট-এর। তাকে জোর লড়াই দিতে পারে ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

রবিবার রাতে হলিউডের ডলবি থিয়েটারে দেয়া হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার। এবার মোট ২৪টি বিভাগে এই পুরস্কার দেয়া হচ্ছে। আগে অস্কার জিতেছেন এমন অনেক নাম রয়েছে এ বারের অস্কার নমিনির তালিকায়। আবার এমনও অনেকে রয়েছেন ‌যারা আগে অনেকবার অস্কারের দৌড়ে ছিলেন কিন্তু কখনো পুরস্কার পাননি। ‌যেমন লিওনার্ডে ডিক্যাপ্রিও। পাঁচবার ছিলেন অস্কারের দৌড়ে। এবারো আছেন।

অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবার ভারত থেকে থাকছেন প্রিয়াঙ্কা চোপরা। পুরস্কার না পেলে তো মন খারাপ বটেই। তবে ‌যারা পুরস্পুকার পেলেন না তাদের  দেয়া হবে একটি গুডি ব্যাগ। গত বছর এই ধরনের এক একটি গুডি ব্যাগে ১০ কোটি টাকা মূল্যের জিনিস ছিল। দামি পারফিউম, পানীয়, কসমেটিক-আরও অনেক কিছুই সেই ব্যাগে।

এবার অস্কারের দৌড়ে- বেস্ট পিকচার : দ্যা রেভেন্যান্ট, স্পট লাইট, দ্যা বিগ শর্ট, ম্যাড ম্যাক্স : ফিউরি রোড, দ্যা মার্টিয়ান, ব্রুকলিন, ব্রিজ অব স্পাইজ

বেস্ট অ্যাক্টর : লিওনার্ডে ডিক্যাপ্রিও(দ্যা রেভেন্যান্ট), ম্যাট ডেমন(দ্যা মার্টিয়ান), মাইকেল ফাসবেন্ডার(মাইকেল ফাসবেন্ডার, ব্রায়ান ক্রানস্টোন(ট্রামবো), এডি রেডমায়েন(দ্যা ড্যানিস গার্ল)

বেস্ট অ্যাকট্রেস : জেনিফার লরেন্স(জয়), কেট ব্ল্যানচেট(ক্যারল), ব্রি লার্সন(রুম), শার্লট র‍্যাম্পিলিং( ৪৫ ইয়ারস), সাওইস রোমান(ব্রুকলিন)

বেস্ট ডিরেক্টর : আলেকজান্ড্রো ইনারিতু(দ্যা রেভন্যান্ট), জর্জ মিলার(ম্যাড ম্যাক্স : ফিউরি রোড), টম ম্যাকার্থি(স্পটলাইট), লেনি আব্রাহামসন(রুম), অ্যাডাম ম্যাককয়(দ্যা বিগ শর্ট)

বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম : এমব্রেস অব সারপেন্ট, মাস্তাঙ্গ, সন অব দ্যা সোল, থিব, অ্যা ওয়ার

মিউজিক : ব্রিজ অব স্পাইজ, ক্যারল, দ্যা হেটফুল এইট, দ্যা ফোর্স অ্যাওকেনস

বেস্ট সেট ডিজাইন:  দ্যা ড্যানিস গার্ল, ব্রিজ অব স্পাইজ, ম্যাড ম্যাক্স ফিউরি রোড, দ্যা মার্টিয়ান, দ্যা রেভেন্যান্ট

বেস্ট সাউন্ড : ম্যাড ম্যাক্স ফিউরি রোড, দ্যা রেভন্যান্ট, দ্যা মার্টিয়ান, সিকারিও, স্টার ওয়ারস : দ্যা ফোর্স অ্যাওকেনস
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে