বিনোদন ডেস্ক : আজ সোমবার বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ে। পাত্র মার্কিনি যুবক জিন গুডএনাফ। বিয়েটাও হচ্ছে আমেরিকাতেই। এমনই দাবি বিশেষ একটি সূত্রের।
প্রথমে শোনা গিয়েছিল সময়টা এ বছরের এপ্রিল। তারপর খবর হয়, এপ্রিল নয়, জানুয়ারিতে বিয়ে করবেন ‘কাল হো না হো’ গার্ল প্রীতি জিনতা। তবে, প্রতিবারই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে 'ডিম্পল গার্ল' বলেছিলেন, তার বিয়ের খবর তিনি নিজের মুখেই দেবেন।
তবে, এবার বলি দুনিয়ায় জোর খবর, এ বছর লিপ ইয়ারের দিনটিতেই বিয়ের পিঁড়িতে বসছেন সোলজার গার্ল। সে জন্যই দিনকয়েক আগে তিনি চলে গেছেন লস এঞ্জেলেসে। চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি।
১৮ মাস ধরে মার্কিনি যুবক জিন গুডএনাফের সঙ্গে ডেটিং করছেন প্রীতি। বেশ কয়েকটি আইপিএল ম্যাচেও নাকি খেলার মাঠে তাকে সঙ্গ দিয়েছেন এই বিদেশি বয়ফ্রেন্ড।
তবে, বিষয়টা তখন বিশেষ নজরে আসেনি সংবাদমাধ্যমের। একবার খবর চাউর হতেই বিয়ের দিনটা জানতে ব্যস্ত প্রীতি অনুরাগীরা। 'জারা গার্ল'ও এককাট্টা। তাই তার বিয়েটা সত্যিই সোমবার হচ্ছে কি না, তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন