বিনোদন ডেস্ক : অবশেষে কি ভাইজান বিয়ে করতে যাচ্ছেন! তিনি কি তবে তার দীর্ঘ ব্যাচেলর লাইফের অবসান ঘটতে চলেছেন? এবার হয়তো বিয়েটা সেরেই ফেলবেন তিনি। তাই বোধহয় বিয়ের আংটি কেনার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
নারী ভক্তদের শুনেই চোখে পানি এসে গেছে নিশ্চয়ই! কিন্তু কী আর করা যাবে? সত্যিটাকে পাল্টে ফেলা তো আর সহজ নয়। কিন্তু এমন প্রশ্ন মাথায় আসতেই পারে যে কার জন্য হঠাৎ আংটির সন্ধান করছেন সালমান?
বেশ কয়েকদিন ধরেই রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছে বি-টাউনে৷ লুলিয়াকে কখনো দেখা গেছে সালমানের জন্মদিনের পার্টিতে। আবার কখনো তিনি হাজির হয়েছেন 'বিগ বস' টিভি রিয়ালিটি শো'র সেটে। তার আর সালমানের অফস্ক্রিন রসায়ন কারুরই নজর এড়ায়নি।
এই কৌতূহলকেই আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে সালমান-লুলিয়ার দুবাই সফর। এই ছুটির সফরেই কিছুদিন আগে না কি সালমান আর লুলিয়া প্রকাশ্যে একে অপরকে লিক লকও করেছেন! আবার সেই দৃশ্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে যেতেই শুরু হয়েছে হইচই।
এই ঘটনার ঠিক কিছুদিনের মধ্যেই বলিউডের 'প্রেম'-এর দেখা পাওয়া গেল দুবাইয়ের এক গয়নার দোকানে। ব্যস্ত হয়ে আংটি খুঁজছিলেন সালমান, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কি লুলিয়াকে প্রপোজ করবেন সালমান? আর সেই জন্যই তোড়জোড় আংটি কেনার? সুখবর শোনার জন্য অপেক্ষায় রয়েছেন সবাই।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন