বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে কৌতুহলের শেষ নেই তার ভক্ত অনুরাগিদের মাঝে। তার অনেক খুঁটিনাটি বিষয়ই জানতে চান অনেকে। অনেকের কাছে তিনি একজন রোল মডেল। মানবিক কাজেও তার জুড়ি মেলা ভার। তিনি শুধিু পর্দাতেই নন, পর্দার বাইরেও তিনি একজন হিরো।
আজ সেই পর্দা ও পর্দার বাইরের হিরো সালমান খান সম্পর্কে কিছু অজানা কথাই তুলে ধরা হচ্ছে তার ভক্ত ও অনুরাগিদের জন্য। এসব কথা অনেকে নাও জানতে পারেন।
মহারাষ্ট্রের একটি ছোট্ট জনপদ কারজাত। কারজাতের ছোট্ট গ্রাম হাতলুনিতে শুটিং হয় ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির। গ্রামের সমস্ত বাড়িকে রং করে দেন সালমান। গ্রামের নারীদের শাড়ি উপহার দেন এবং বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলেন তিনি।
নয় নয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান কাটিয়ে দিয়েছেন আড়াই দশকের বেশি। এক এক সময় মনে হয় খোলা খাতার মতো তার জীবনটা। পরক্ষণেই আবার সবাইকে ভুল প্রমাণ করে দেন বজরঙ্গী ভাইজান। তখন মনে হয় এনিগমার অপর নাম সালমান খান।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন