বিনোদন ডেস্ক : এবার বর্ণবৈষ্যমের অভিযোগ তুললেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার অস্কার মঞ্চে তার জন্য সদ্য শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। এমন উৎসবের আবহে বলিউড অভিনেত্রী তুলেছেন বর্ণবৈষম্যের অভিযোগ।
ঝামেলাটা লেগেছে প্রিয়াঙ্কার একটি ভিডিও গানকে ঘিরে। ‘ফেইথ হিলস’ বলে একটি গানের বদলে আমেরিকান টিভি-তে প্রিয়ঙ্কা চোপড়ার ভিডিও গানটি দেখানো হয়। এর পরই প্রিয়াঙ্কা ও কর্তৃপক্ষের কাছে একাধিক ই-মেল আসে যাতে প্রিয়াঙ্কাকে ‘আরব জঙ্গি’ বলে সম্বোধন করা হয়েছে। এতেই খেপেছেন পিগি চপস।
‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার প্রতিক্রিয়ায় বলেনে, ‘আমি আরব মুলুকের নই, আমি একজন ভারতীয়। কিন্তু, আমি জানতে চাই আরববাসী মানেই কেন জঙ্গি বলে মনে করবেন আমেরিকার একদল মানুষ। কারণ আমাদের গায়ের রঙ বাদামি?’
এর আগে ছোটবেলায় আমেরিকায় বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা। স্কুলে পড়ার সময় তাকে প্রায়ই বাদামি বলে টিটকিরি করত অন্যরা। একথা বহুবার নানা জায়গাতে বলেছেন প্রিয়াঙ্কা।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন