সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২৬:৫০

অস্কারের রেড কার্পেট মাতালেন প্রিয়াঙ্কা

অস্কারের রেড কার্পেট মাতালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ও হলিউডে সমানতালেই এগিয়ে যাচ্ছেন। তিনি বলিউডে কখনও ‘বাজিরাও মস্তানি’, আবার কখনও ‘জয় গঙ্গাজল’। আবার কখনও মার্কিন টেলিভিশনের কোনও শো, আবার কখন ও ‘বেওয়াচে’র মত হলিউডের সিনেমা। সব কিছু মিলিয়ে বর্তমানে এই অভিনেত্রী রয়েছেন সফলতার তুঙ্গে।

‘কোয়ানটিকো’-তে অভিনয় করার পর থেকেই মার্কিন মুলুকে জনপ্রিয় হতে শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাই তো এবার অস্কারের রেড কার্পেটে অনেকের নজরই ছিল পিগি চপসের দিকে। কেমন হবে প্রিয়াঙ্কার পোশাক আর কেমনই বা হবে তার রেড কার্পেটের গ্ল্যামার। সব কিছু মিলিয়ে রেড কার্পেট যেন মাত করে দিলেন পিগি।

এবারে অস্কারের মঞ্চে সাদা পোশাকে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। আর যখন সাদা রঙের ওই গাউন পরে রেড কার্পেটে এলেন তিনি, তখন যেন ভারতীয় ডিভার রূপে মন্ত্রমুগ্ধ সবাই।

ওই সাদা গাউন পরে তিনি যখন ভক্তদের উদ্দেশে হাত নাড়ালেন, তখনও যেন কেউ চোখের পলক ফেলতে পারলেন না পিগি চপসের দিক থেকে। সব কিছু মিলিয়ে অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখে তো বলাই যায়, ‌‘ব্রাভো লেডি'।

এর আগে পিপলস চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চেও যেন চমক দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেদিনের ওই অনুষ্ঠানেও পিগি যেন সবাইকে পিছনে ফেলে দিয়ে, প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের হয়ে।

তবে, হলিউডে অভিনয়ের পাশপাশি পিগি যে বলিউডের পরিচালক, প্রযোজকদেরও সমানভাবে সময় দিয়ে সেরা অভিনয়টা দিয়ে যাচ্ছেন, তা বোধ হয় সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানি এবং জয় গঙ্গাজল দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আর তাই তো, বলিউডের এখন একটাই চর্চা, প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে সবার গর্ব করা উচিত। এবং শেখা উচিত তাঁর অধ্যাবসায় দেখে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে