বিনোদন ডেস্ক : যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট, তারা সবাই তাকিয়ে থাকে অস্কারের দিকে। অস্কার পাওয়া মানেই একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি তার সর্বোচ্চ সম্মাননা পেলেন। আর তাই অস্কার নিয়ে আগ্রহের কোন কমতি থাকে না।
এবার সেই কাঙ্খিত অস্কার আসরের ৮৮ তম আসর। এ আসরে কারা কারা বিজয়ী হলেন? নমিনেশন তো পেয়েছেন অনেকেই। কিন্তু শেষ হাসি হাসলেন কারা? চলুন তবে দেখে নিই, কারা পেলেন এবারের অস্কার পুরস্কার।
সেরা ছবিঃ
স্পটলাইটঃ মাইকেল সুগার, স্টিভ গলিন, নিকোল রকলিন ও ব্লাই পেজন ফস্ট
সেরা পরিচালকঃ
আলেহান্দ্রো জি ইনার্রিতুঃ দ্য রেভেরান্ট
সেরা অভিনেতাঃ
লিওনার্দো ডি’ক্যাপ্রিওঃ দ্য রেভেরান্ট ছবিতে হিউ গ্লাস চরিত্রের জন্য
সেরা অভিনেত্রীঃ
ব্রি লারসেনঃ রুম ছবিতে জোয় মা নিউসাম চরিত্রের জন্য
সেরা সহ অভিনেতাঃ
মার্ক রেলেন্সঃ ব্রিজ অফ স্পাইস ছবিতে রুডফ আবেল চরিত্রের জন্য
সেরা সহ অভিনেত্রীঃ
অ্যালিসিয়া ভিকান্ডারঃ দ্য ড্যানিশ গার্ল ছবিতে গার্দা ওয়েগেনর চরিত্রের জন্য
সেরা অরিজিনাস স্ক্রিনপ্লেঃ
স্পটলাইটঃ টম ম্যাকার্টনি ও হোসে সিঙ্গার
সেরা অ্যাডপটেড স্ক্রিনপ্লেঃ
দ্য বিগ শর্টঃ অ্যাডম ম্যাকে ও চার্লস র্যানডফ
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মঃ
ইনসাইড আউটঃ পেট ডকটার ও হোনাস রিবেরা
সেরা বিদেশি ভাষার ছবিঃ
সন অফ সওল(হাঙ্গেরি): লাসলো নেমেস
সেরা ডকুমেন্টারি ফিচারঃ
অ্যামিঃ আসিফ কাপাদিয়া ও জেমস গে রিস
সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্টঃ
আ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস- শারমিন ওবেইদ-চিনয়
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মঃ
শাটরার: বেঞ্জামিন ক্ল্যারি ও সেরেনা আর্মিতেজ
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মঃ
বেয়ার স্টোরি: পাতো এসকালা পিয়েরার্ত ও গ্যাব্রিয়েল ওসোরিও বার্গাস
সেরা সাউন্ড মিক্সিংঃ
ম্যাড ম্যাক্স: ফারি রোড- ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডফ ও বেন অসমো
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলঃ
ম্যাড ম্যাক্স: ফারি রোড, কলিন গিবসন ও লিজা টমসন
সেরা কস্টিউম ডিজাইনঃ
ম্যাড ম্যাক্স: ফারি রোড, জেনি বেভান
সেরা ভিজুয়াল এফেক্টসঃ
এক্স মেশিনা: মার্ক উইলিয়াম আর্দিংটন, সারা বেনেট, পল নরিস ও অ্যান্ড্রু হোয়াইটহার্স্ট
সেরা ফিল্ম এডিটিংঃ
ম্যাড ম্যাক্স: ফারি রোড, মার্গরেট সিক্সেল
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন