সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২১:৩৪

দাদু অমিতাভের নাচ নকল করছেন ঐশ্বরিয়া কন্যা অারাধ্যা

দাদু অমিতাভের নাচ নকল করছেন ঐশ্বরিয়া কন্যা অারাধ্যা

বিনোদন ডেস্ক : বলিউডে অমিতাভ বচ্চনকে ফলো করেন পুরো বিনোদন জগতের মানুষই। আর সেই অমিতাভকে তার নাতনি কি ফলো করবেন না! এটা কি হয় নাকি? না তা তো হতেই পারে না। তাই তো দাদুর নাচের স্টেপ নকল করে শখিতে শুরু করেছেন ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা।

আরাধ্যার বর্তমান বয়স মাত্র চার। এর মধ্যেই সে টিভি দেখে দাদুর নাচের স্টেপ নকল করতে শিখেছেন। মাঝেমধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনমনে নাকি কোমর দোলায় সে! সম্প্রতি আরাধ্যাকে নিয়ে ঘরোয়া আলাপচারিতায় অমিতাভ বললেন, ‘আরাধ্যা আমাকে টিভিতে দেখতে বেশ পছন্দ করে। খুব মিষ্টিভাবে আমার নাচ ফলো করে ও। আমি এটা আড়াল থেকে দেখেছি।’

কী ভাবছেন, বাবা-মা, দাদু বা ঠাকুমার মতো এ বার আরাধ্যাও চলে আসবে সিলভার স্ক্রিনে? ফিল্মি পরিবারের সদস্য বলেই যে আরাধ্যাকে অভিনয় করতে হবে, এমন কোনও আশা বচ্চন পরিবারের নেই। তবে নিজের ইচ্ছেয় নাতনি অভিনয় করতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না বলেই জানিয়েছন অমিতাভ বচ্চন।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে