বিনোদন ডেস্ক : বিরাট কোহলি মাঠে আর আনুশকা শর্মা গ্যালারিতে। এতোদিন এমনটাই ঘটে এসেছিল। তা দেখেছিলেনও বিশ্ব। কিন্তু এবারই এমনটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে মাঠে বেশ মারকুটে ছিলেন বিরাট। কিন্তু গ্যালারিতে ছিলেন না আনুশকা!
কোথায় অনুষ্কা শর্মা? কোথায় বিরাট কোহলি? দু’জনে এখন দুই মেরুর বাসিন্দা। ব্যাপারটা এখন, ‘আজ দু'জান দু'টি পথ দু'টি দিকে গেল বেঁকে'। দু’জনের পৃথিবী আলাদা। দু’জনেই দু’জনের জগতে ব্যস্ত। কিন্তু মন? বিরাট কোহলি কি পারছেন অনুষ্কা শর্মাকে ভুলতে?
না। বিরাট এখনও ভুলতে পারেন নি আনুশকাকে। আর তাই তো বিরাট কোহলির কণ্ঠে সবাই শুনলেন বিরহরে সুর। বিরাট গাইলেনও বিরহের গান। আর সে গানটি যে আনুশকা শর্মাকে উদ্দেশ্য করে তা বুঝাই যায়।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ম্যাচের পরে ভারতের সহ-অধিকনায়ক ছিলেন ফুরফুরে মেজাজে। মঞ্চে উঠে গলা মেলান এক শিল্পীর সঙ্গে। কী গান?
বিরাট সেখানে গাইলেন ‘যো ওয়াদা কিয়া তো নিভানা পাড়েগা, রোকে জামানা চাহে রোকে খুদায়ি তুমকো আনা পাড়েগা।’ এ গানটি যখন ফাহমিদা নবী গাচ্ছিলেন, তখন বিরাট কোহলি নিজেকে সামলাতে না পেরে তিনিও মঞ্চে উঠে পরেন। এবং ফাহমিদা নবীর সাথে গলা মিলিয়ে গাইতে থাকেন।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন