সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৭:৫৭

জিয়াকে ভুলে পাকিস্তানি মাওরার প্রেমে সুরজ!

জিয়াকে ভুলে পাকিস্তানি মাওরার প্রেমে সুরজ!

বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত কি জিয়াকে ভুলে গিয়ে পাকিস্তানি মেয়ে মাওরা হোকানের সঙ্গে সম্পর্কে জড়ালেন সুরজ পাঞ্চলি? এবার কি তাহলে পাকিস্তানি নায়িকার প্রেমেই পড়লেন আদিত্য পাঞ্চলির পুত্র?

বলিউডে আপাতত চলেছে সেই গুঞ্জনই। যদিও, পাকিস্তানি কন্যা কিন্তু, এ বিষয়ে এখনও মুখ খোলেননি। চুপ করেই বিষয়টিকে নজরে রেখেছেন তিনি। অন্যদিকে, সুরজ কিন্তু, সাফ জানিয়ে দিয়েছেন, মাওরার সঙ্গে কোনও সম্পর্ক নেই তার। ওসব একদম বাজে কথা।

রিপোর্টে প্রকাশ এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, মাওরা তার খুব ভালো একজন বন্ধু। পাকিস্তান থেকে আসা অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে মাওরাই তার প্রথম বন্ধু। এ ছাড়া অন্য কোনও সম্পর্ক তাদের মধ্যে নেই বলে সাফ জানিয়েছেন সুরজ।

এদিকে, মেয়ের মৃত্যুর জন্য সুরজ পাঞ্চলি দায়ি বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন জিয়া খানের মা রাবিয়া খান। শুধু তাই নয়, মৃত্যুর আগে জিয়া কী লিখেছিলেন, সেই সম্পর্কে একটি চিঠি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন রাবিয়া।

পাশপাশি, জিয়া খানের মৃত্যু মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাহায্য চেয়ে ইতিমধেই আবেদনও করেছে রাবিয়া। যদিও, সুরজ জানিয়েছেন, জিয়ার সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঠিকই। কিন্তু, জিয়ার মৃত্যুর জন্য কোনওভাবেই তিনি দায়ি নন বলে দাবি করেছে সুরজ পাঞ্চলি।

প্রসঙ্গত, সালমান খানের প্রডাকশনের সিনেমা ‘তু মেরা হিরো’তে অভিনয় করেন সুরজ পাঞ্চলি। ওই সিনেমায় সুরজের বিপরীতে দেখা যায় আথিয়া শেটটিকে।

অন্যদিকে, মাওরা খান ইতিমধ্যেই ‘সনম তেরি কসম নামে’ একটি সিনেমায় অভিনয় করে, উত্তাপ বাড়াতে শুরু করেছেন বলিউডে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে